সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৬-২০ ০৮:২২:২৮


শান্তিপূর্ণ ভোটের আহবান আনোয়ারুজ্জামানের : ভোট দেবেন পাঠানটুলায়

ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বুধবার (২১জুন) ভোটগ্রহণ। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের পাঠানটুলা এলাকার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরসা কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

ওইদিন (২১ জুন) সকাল ৮টায় সপরিবারে ওই কেন্দ্রে ভোট দিয়ে তিনি তার ভোট দেবেন। এরপর দলীয় নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বের হবেন। আওয়ামী লীগের গণমাধ্যম শাখা থেকে এ বিষয়টি জানানো হয়েছে।

ভোটের দিন প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সেই পরিবেশ বজায় রাখতে সচেতন নগরবাসী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

এছাড়া বিশেষ প্রয়োজনে মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর নাদেলের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধও করেছেন।

অন্যদিকে কেউ যাতে ভোট কেন্দ্রের বাইরের কিংবা ভেতরের পরিবেশ নস্ট করতে না পারে সেব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।


ডেসিস/জেকে/২০জুন ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code