বিশ্বনাথে প্রতিবন্ধীসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও ৭১পরিবার

সিলেটের বিশ্বনাথে ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৪১ প্রতিবন্ধী পরিবারসহ ভূমিহীন ও গৃহহীন আরও মোট ৭১ পরিবার।
জমি আছে ঘর নেই প্রকল্পে প্রতিবন্ধীরা পেয়েছেন শুধুমাত্র ঘর আর ভূমিহীন ও গৃহহীনরা পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্পের ঘর। এর আগে আরও ৩৭১টি পরিবারকে উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হয়।
বুধবার (৯আগষ্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভূমিহীন-গৃহহীন ও প্রতিবন্ধীসহ ৭১ পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আছমা জাহান সরকারের পরিচালনায় ঘর হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী এনডিসি, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, থানার ওসি গাজী আতাউর রহমান ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।
এর আগে অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে অনুভুতি প্রকাশ করে বক্তব্য দেন প্রতিবন্ধী ছাদিকুর রহমান, রাজনা বেগম, দৃষ্টি প্রতিবন্ধী হুছনা বেগম ও তৈমুছ আলী।
ডেসিস/জেকে/৯আগষ্ট ২০২৩ইং