সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১১-০১ ০৭:৫২:০৩


সিলেটে ছাত্রদল-ছাত্র শিবিরের ৬ নেতাকর্মী আটক

প্রতিকী ছবি

সিলেটে নগরীর বন্দরবাজার এলাকা থেকে ছাত্রদল-ছাত্রশিবিরের ৬ পিকেটারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) দুপুরে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে স্বেচ্ছাসেবকলীগের সঙ্গে ছাত্রদল-ছাত্রশিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার পর পুলিশ সেখান থেকে তাদের আটক করে।

পুলিশি জ্ঞিাসাবাদের জন্য থানা হেফাজতে তাদের রাকা হয়েছে। যাচাই বছাই শেষে তাদের নাম জানানো হবে বলে পুলিশ সূত্রে জানাগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অবরোধ ও হরতালের সমর্থনে জেলরোড এলাকা থেকে মিছিল বের করে যুবদল। মিছিলটি বন্দরবাজারে এলে মহাজনপট্টি থেকে শিবিরের মিছিলও একই পয়েন্টে আসে।

হরতাল-অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের একটি মিছিল ও স্বেচ্ছাসেবক লীগের একটি মোটরসাইকেল মিছিল বিপরীত দিক থেকে শান্তি সমাবেশের দিকে যাচ্ছিল। হঠাৎই তাদের ওপর একযোগে হামলা করে যুবদল ও শিবিরের কর্মীরা।

এসময় কয়েকজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী আহত হন। ভাঙচুর করা হয় কয়কটি যানবাহনও। এরপর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ মিলিত হয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পিছু হটতে বাধ্য হয়। তারপর বিপুল সংখক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



ডেসিস/জেকে/১ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code