পদে থেকেই সিলেট-২ আসনে নির্বাচন করবেন মেয়র মুহিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

স্বপদে বহাল থেকেই আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেন সিলেট-২ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করবেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে এরই মধ্যে তিনি মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মেয়রের পক্ষে মননোয়নপত্র সংগ্রহ (ক্রয়) করেছেন তাঁর পিএস ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা অ্যাডভোকেট জাহেদ সুমন।
জানাগেছে, ১৯৮৫ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মুহিবুর রহমান। এরপর ২০০৯ সালে ২য়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর ২০২২ সালের ২ নভেম্বর অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ৫হাজার ২১১ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করে জগ প্রতীকে ৮হাজার ৪৭৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম মেয়র নির্বাচিত হন তিনি।
আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার সর্বত্র নির্বচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গ্রামে গঞ্জে গিয়ে গণসংযোগও করছেন তিনি। যা ‘ মেয়র মুহিবুর রহমান’ নামীয় ফেসবুকে প্রচার করছেন তিনি। পাশাপাশি তাঁর কর্মী ও সমর্থকেরাও তাদের ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।
এপ্রসঙ্গে কথা হলে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বলেন, আইন অনুযায়ী মেয়র পদ রেখেই সংসদ নির্বাচন করতে পারবেন তিনি। তাঁর মতে, স্থানীয় সরকার ‘পৌরসভা’ আইনের ১৯/২ ধারায় বলা আছে, কোন ব্যক্তি অন্য কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি মেয়র পদে থাকার অযোগ্য হবেন। আর ৩৩ ধারায় বলা আছে, কোন মেয়র সংসদ সদস্য নির্বাচিত হলে মেয়রের পদ শূন্য ঘোষিত হবে।
ডেসিস/জেকে/ ২৪ নভেম্বর ২০২৩ইং