সিলেটের করিমউল্লাহ মার্কেটে বিপুল পরিমান মোবাইলসেটসহ গ্রেপ্তার ৬
সিলেট শহরের বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেট থেকে বিপুল পরিমাণ মোবাইলফোনসেট এবং আইএমইআই পরিবর্তনকারী সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেপ্তার রা হয়েছে।
র্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এরা হচ্ছে, নজিবুল ইসলাম জেবলু (২২), মো: আব্দুর রহিম (২৮), মো: মাসুদ মিয়া (২৩), মো. ইমন (২২), মিজানুর রহমান (২২) ও আব্দুর রহমান (২২)।
সোমবার গ্রেপ্তারের পর মঙ্গলবার (১১জুন) দুপুরে র্যাব-৯ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়টি জানান র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, গত সোমবার (১০ জুন) করিম ওই মার্কেটের ৩য় তলায় একাধিক মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে মোবাইল চোর, ছিনতাইকারী চক্র এবং মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী সংঘবদ্ধ চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল এবং মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ৬জনের কাছ থেকে নগদ ৭৫,৫৫০ টাকা, ২৩১টি স্মার্ট মোবাইলফোনসেট, ১০টি বাটন মোবাইল, ১০ টি ট্যাব, ০২ টি পিসি, ০৩ টি মনিটর, ০২ টি কীবোর্ড, ০২ টি মাউস, ০১ টি হার্ডড্রাইভ, ০২টি পেনড্রাইভ এবং ০১ টি আইএমইআই পরিবর্তনকারী ডিভাইস জব্দ করা হয়।
ডেসিস/জেকে/১১ জুন ২০২৪ইং