রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৪-০৮-২০ ০৭:৫৮:১৬


বিশ্বনাথের রাজাগঞ্জে এলাকাবাসীর সঙ্গে তেলিকোনা মাদ্রাসা অধ্যক্ষের মতবিনিময়

বক্তব্য রাখছেন সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন

সিলেটের বিশ্বনাথে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন তেলিকোনা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুতাহির মোহাম্মদ হোসাইন। মঙ্গলবার (২০ আগষ্ট) বাদ-আছর স্থানীয় রাজাগঞ্জ বাজারে এই মতসভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজাগঞ্জ এলাকার তেলিকোনা, কান্দিগ্রাম, দ্বিপবন্দ্ব, গোবিন্দনগর, জয়নগর, মোহাম্মদপুর, ভাটপাড়া, বাদে কাবিলপুর, ভোলাগঞ্জ, পাকিছিরি, শাহ্ শাহের গাঁও, পাহাড়পুর, আমেরগাঁও, ঘাসীগাঁও, লালারগাঁও ও কিশোরপুরসহ ১৬গ্রামের বিশিষ্টজনেরা অংশ নেন।

দ্বিপবন্দ্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মাষ্টার নাজমুল হকের সভাপতিতে ও তরুণ আইনজীবী অ্যাডভোকেট মাসউদ হাসানের পরিচালনায় অনুষ্টিত ওই সভার শুরুতেই বক্তব্য রাখেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুতাহির মোহাম্মদ হোসাইন। 

বক্তব্য তিনি বলেন, সবাই অবগত আছেন তেলিকোনা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় একটি ভবন নির্মাণের জায়গা নিয়ে একটি মহলের সাথে আমার মতবিরোধের সৃষ্টি হয়। তারপর থেকে ওই মহলের নিজেদেও গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য বিগত ৫বছর ধরে আমার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে তারা আমাকে হয়রানি করে আসছে। আমাকে অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ম্যানেজিং কমিটি গঠনেও বারবার বাধার সৃষ্টি করেছে তারা।

শুধুমাত্র আদালত এবং বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েই তারা ক্ষান্ত হননি, সময়ে সময়ে দল বেধে মাদ্রাসায় এসে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেছে। এই অস্থিতিশীলতা তৈরির অংশ হিসেবে নতুন করে যুক্ত হয়েছে মাদ্রাসায় অপরিচিত বহিরাগত লোকজনের মহড়া। প্রায় ৩০বছর ধরে শিক্ষকতা করে আসছি বিধায় এই এলাকার সবাইকেই কম বেশি চিনি। কিন্তু, আমি শঙ্খীত হই যখন আমাদের এই মাদ্রাসায় এসে অসংখ্য অপরিচিত মানুষকে মহড়া এবং শ্লোগান দিতে দেখি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে দেখি।

তিনি বলেন, আমি আজকে এখানে এসেছি আপনাদের একথা বলতে যে, মাদ্রাসা ক্যাম্পাস আমার শিক্ষার্থীদের জন্য অর্থাৎ আপনাদের সন্তানদের জন্য নিরাপদ কি না তা নিয়ে আমি শঙ্কায় রয়েছি। গত ১৮ আগষ্ট আমার ছাত্ররা এবং কিছু অপরিচিত যুবক মুখোমুখি অবস্থানে ছিল। যেকোনো সময় অপ্রীতিকর কোন ঘটনাও ঘটতে পারতো। এমন অবস্থা আর কখনো হবে কি না এ বিষয়ে আমি নিশ্চিত নই। আমার মনে হয়েছে আপনাদেরকে জানানো উচিত মাদ্রাসার পরিবেশ কোন পরিস্থিতির উপর আছে। অদ্ভুত এই পরিস্থিতিতে মাদ্রাসা পরিচালনায় আমি আপনাদের সবার পরামর্শ ও সহযোগিতা চাই এবং মাদ্রাসার ছাত্র-শিক্ষকের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিতে আপনাদের অংশগ্রহণ কামনা করছি।

৬দফা দাবি উত্তাপন করে সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, প্রাক্তণ মেম্বার সিরাজ উদ্দিন আহমদ ও আমির উদ্দিন, সালিশ ব্যক্তিত্ব মুরব্বী হাজী আবুল হোসেন, আব্দুল মতিন, লুৎফুর রহমান। যবসমাজের পক্ষে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, মাওলানা মিজানুর রহমান ও প্রাক্তণ ছাত্র রাসেল মাহমুদ।

দাবিগুলোর মধ্যে রয়েছে, মাদ্রাসার সামগ্রিক বিষয়ে যেকোনো বহিরাগতদের হস্তক্ষেপ কঠোরভাবে বন্ধ করে এলাকাবাসীর অংশগ্রহণ নিশ্চিত করা। অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। দুত সময়ের মধ্যে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন করা। মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ভূমিদাতাদের বিষয় নিশ্চিতকরণ এবং তাদের আইনসিদ্ধ ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা। মাদ্রাসায়র বিষয়ে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রচার নিশ্চিত করার ব্যবস্থা করা এবং স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানানো হয়।

এদিকে সভা শেষে ওই ৬দফা দাবি বাস্তবায়নের লক্ষে সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১৫সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মাষ্টার নাজমুল হককে প্রধান করে ১৫ সদস্যের ওই কমিটিতে রয়েছেন এটিএম নুর উদ্দিন, তালুকদার মো. গিয়াস উদ্দিন, হাজী আবুল হোসেন, ওয়াহাব উল্লাহ, সিরাজ উদ্দিন আহমদ, আমির উদ্দিন, তৈমুছ আলী, আব্দুল মতিন, ইসলাম উদ্দিন, বাবুল মিয়া, ইশাদ আলী, আমিনুর রহমান, মাসুক মিয়া, জিয়াউর রহমান।


ডেসিস/জেকে/২০ আগষ্ট ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code