বিশ্বনাথে ‘আব্দুল বাছির খান এডুকেশন ট্রাস্ট’র মেধাবৃত্তি বিতরণ সম্পন্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার কজাকাবাদ গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আব্দুল বাছির খানের উদ্যোগে তার নামানুসারে প্রতিষ্ঠিত ‘মো. আব্দুল বাছির খান এডুকেশন ট্রাস্ট’র পক্ষ থেকে দেওকলস ইউনিয়নের ৬৭জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাগিচা বাজারস্থ কালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯জন, ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪জন এবং ১২টি মাদ্রাসার আরও ২৪জনসহ ওই ৬৭জনকে মেধা-বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন সহকারী প্রথমিক শিক্ষা অফিসার সোহেল রানা।
বক্তব্যে তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল বাছির খানের এই উদ্যোগ সত্যি প্রসংশনীয়। সমাজে এই ধরনের উদার মনের দানশীল ব্যক্তিত্বরা সহযোগীতা করে যাচ্ছেন বলেই আমাদের শিক্ষার্থীরা আরও এগিয়ে যাচ্ছে।
হযরত শাহজালাল শাহকাজী লতিফিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হাজী মো. ইব্রাহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘মো. আব্দুল বাছির খান এডুকেশন ট্রাস্ট’ ও ‘খান পড়শী অনাথ তহবিল’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আব্দুল বাছির খান।
সকলের সহযোগীতা কামনা করে বক্তব্যকালে বাছির খান বলেন, শিক্ষাসহ এলাকার দারিদ্রমোচনের লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন।
বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব শফিকুল আলম ভান্ডারী, শিক্ষানুরাগী খায়রুল আমিন আজাদ, মাছুম আহমদ মারুফ, কালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছ উদ্দিন আহমদ, হযরত শাহজালাল শাহকাজী লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জয়নাল আবেদীন, ইউপি সদস্য শামীম আহমদ, জালাল মিয়া, জাপা নেতা সুমন আহমদ ছুনন ও কলেজ শিক্ষার্থী সেজুঁতি দে জয়ী।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়। এসময় ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল বাছির খানের ছেলে যুক্তরাজ্য প্রবাসী তোহা খানসহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/ ৬ সেপ্টেম্বর ২০২৪্