বিশ্বনাথের শিক্ষানুরাগী শেখ তাহির আলী হত্যাকারীদের ফাঁসি চায় শিক্ষার্থীরা
সিলেটের বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অর্থ-দাতা, উপজেলার আরও বহু স্কুল, কলেজ ও মাদ্রাসার দাতা-সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেক যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলীকে ২০১১ সালের ২৫জুন গভীর রাতে নিজ বাসবভনে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় গুরুতর আহত হন তার ছেলে প্রবাসী শেখ আজাদও। এরপর এঘটনায় হত্যা মামলা করা হলে তা বিচারাধীন রয়েছে।
১৩ বছর আগের সংঘটিত ওই হত্যাকান্ডে এবার নতুন করে আসল হত্যাকারীদের বিচারের দাবি তোলেছে শিক্ষার্থীরা। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হত্যাকারী দুর্বৃত্তদের ফাঁসি চেয়ে বিশ্বনাথের বাসিয়া ব্রিজের উপর মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা। মানববন্ধনে বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, বিশ^নাথ মাদানীয় মাদ্রাসা ও বিশ্বনাথ মোহাম্মদীয় মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীরা এতে অংশ নেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলসহকারে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান কর্মসূচি পালন করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার ও বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এর আগে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, শেখ তাহির আলী হত্যা মামলাটি দীর্ঘ ১৩ বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। আইনের ফাঁকফোকরে প্রকৃত খুনীদের বাদ দিয়ে চার্জশিট দেওয়া হয়েছে। যার ফলে খুনীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শিঘ্রই এই হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তা না হলে আগামিতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।
বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেবুল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্বনাথ সরকারি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী শারমিন বেগম, সুমাইয়া বেগম, সেবুল মিয়া, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাদিয়া আহমদ তান্নি, রাজু আহমদ, মোহাম্মদীয়া মাদ্রাসার শিক্ষার্থী তানভীর আহমদ, মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবু হুয়াইরা ও আনোয়ার পাশা।
ডেসিস/জেকে/১৬ সেপ্টেম্বর ২০২৪ইং