মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৪-০৯-২৪ ০৮:০৮:০৪


বিশ্বনাথে ২৫ মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা-পূজা, প্রশাসনের প্রস্তুতি সভা

প্রস্তূতি সভা

সিলেটের বিশ্বনাথে এবার উপজেলার ২৫টি মন্ডবে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গাপূজা। আসন্ন এই পূজাকে সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তূতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে এই প্রস্তূতি সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়। এতে গুরুত্বপুর্ন বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রস্তুতি সভায় প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, বিশ্বনাথ থানার নবাগত অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আমির হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ।

এসময় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সহ-সভাপতি রুপক কুমার দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেস্টা মন্ডলীর সদস্য নবেন্দু জ্যোতি দে মিন্টু, স্বরবিন্দু চক্রবর্তী, ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সহ-সভাপতি দেবব্রত চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভুু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় কুমার দেব প্রমুখ। এরআগে শুরুতে উপজেলার ২৫টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকরাও বক্তব্য রাখেন।


ডেসিস/জেকে/২৪ সেপ্টেম্বর ২০২৪েইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code