সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ঢাকায় গ্রেপ্তার
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২০ অক্টোবর) রাতে রাজনধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার কওে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গণমাধ্যমকে বিষিয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে রোববার দিবাগ রাতে বনানী থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
প্রসঙ্গত, মন্ত্রী ইমরান আহমদ ১৯৮৩ সালের ৩য় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯৬ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচন, ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।
ডেসিস/জেকে/ ২১ অক্টোবর ২০২৪ইং