বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে প্রবাসী স্বপন শিকদারের কম্পিউটার প্রদান
সিলেটের ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি, পদ্মা মানি-ট্রান্সফার ও কার্গো লিমিটেডের ডিরেক্টর, যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা স্বপন শিকদার বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে একটি উন্নতমানের কম্পিউটার প্রদান করেছেন।
সাংবাদিক বান্ধব স্বপন শিকদার বিশ্বনাথ পৌরসভার আটপাড়া গ্রামের প্রয়াত হাজী ফিরোজ শিকদারের ছেলে। কম্পিউটার প্রদানের আগেও তিনি বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে আসবাবপত্রসহ আরও অনুদান প্রদান করেছেন।
সম্প্রতি (গত ৩রা নভেম্বর) প্রবাসী স্বপন শিকদারের পক্ষে মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন ৪০ হাজার টাকা মূল্যের উন্নতমানের ওই কম্পিউটার সেট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।
প্রেসক্লাবে কম্পিউটার প্রদান করায় স্বপন শিকদারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেনপ্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেলসহ প্রেসক্লাবের সকল নেবৃন্দ।
ডেসিস/জেকে/০৬ নভেম্বর ২০২৪ইং