বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৪-১১-১০ ০১:৩৪:৫৩


সিলেটে নিখোঁজ শিশু মুনতাহার লাশ উদ্ধার, টিউটরসহ ৩নারী আটক

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাটের শিশু মুনতাহা আক্তার জেরিন (৫) নিখোঁজের ৭দিনপর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর লাশ সরিয়ে নেওার সময় পাশের ঘরের প্রাইভেট শিক্ষকসহ ৩নারী হাতেনাতে ৩নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার (১০ নভেম্বর) ভোরে মুনতাহার নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এঘটনায় তার পাশের ঘরের প্রাইভেট-টিউটর সুমি, তার মা ও নানীকে আটকের পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহত মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। গত ৩ নভেম্বর দুপুরে মুনতাহা নিখোঁজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় হয়।

তার সন্ধান চেয়ে দেশ-বিদেশে অনেকে পুরষ্কারও ঘোষণা করেন। আর নিখোঁজের ৭দিন পর রোববার ভোরে বাড়ির পাশের খাল খুড়ে মুনতাহার লাশ পুকুরে স্থানান্তরের সময় দেখে ফেলেন মুনতাহার পরিবার ও স্থানীয়রা। এরপর পুলিশে খবর দেন তারা।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, এ ঘটনায় প্রাইভেট টিউটর সুমি এবং তার মা ও মেয়েকে আটক করা হয়েছে। তারা তারা মুনতাহাদের পশের বাসারই বাসিন্দা।

ওসি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে হাউস টিউটর ও তার মা মুনতাহাকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কি কারনে হত্যা কেেরছন তা এখনও জানা যায় নি। ময়না তদন্তের জন্য মুনতাহার লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


ডেসিস/জকে/ ১১নভেম্বর ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code