বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৪-১১-১৮ ০৬:০৯:২৩


উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের নতুন সভাপতি ও সদস্য সংবর্ধিত

সংবর্ধনার ছবি

সিলেটের ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে’র এ্যাডহক কমিটির নতুন সভাপতি, সিলেট জজ-কোর্টের এপিপি বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. খালেদ হোসেন ও বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ মাস্টার বাবুল মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

নতুন এ্যাডহক কমিটির সভাপতি ও সদস্য নির্বাচিত হওয়ায় সোমবার (১৮নভেম্বর) দুপুরে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. নেছার আহমদের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন সিদ্দিকী।

বক্তব্যে তিনি বলেন, ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে’র উন্নয়নে সকল প্রকার সহযোগীতা অব্যাহত থাকবে।

কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) দিলোয়ার হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কলেজের এ্যাডহক কমিটির নতুন সভাপতি, সিলেট জজ কোর্টের এপিপি, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. খালেদ হোসেন ও বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ মাস্টার বাবুল মিয়া।

বক্তব্যে তারা বলেন, কলেজে শিক্ষার মানোন্নয়নসহ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকল প্রকার সহযোগীতার পাশাপাশি আগামি ৬মাসের মধ্যে একটি শক্তিশালী গভর্নিং বডি গঠন করে দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী আলহাজ্ব ফারুক মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা কমিটির নির্বাহী সভাপতি একেএম হাকিম উদ্দিন, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাজু ও স্থানীয় জামায়াত নেতা হাফিজ আব্দুল কাইয়ুম।

এর আগে অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশীদ ও স্বাগত বক্তব্য রাখেন কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী হুছনা বেগম।


ডেসিস/জেকে/১৮নভেম্বর ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code