বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৪-১১-২১ ১১:০২:২৩


বিশ্বনাথের সিংগেরকাছ হাইস্কুল এন্ড কলেজে ইঞ্জিনিয়ার খছরু খান সংবর্ধিত

বক্তব্য রাখছেন খছরু খান

সম্প্রতি দেশে ফিরে সংবর্ধিত হয়েছেন বিশ্বনাথ ও ছাতক সীমান্তের খাগহাটা খান-বাড়ির বাসিন্দা যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, ‘গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সেন্ট্রাল কমিটির সেক্রেটারী জেনারেল, সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ পত্রিকার ডাইরেক্টরি বোর্ডের সেক্রেটারী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার খছরু খান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সিংগেরকাছ পাবলিক বহুমখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সিংগেরকাছ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ তাকে পৃথকভাবে সংবর্ধনা প্রদান করেন।

এসময় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দসহ বিশিষ্টজনদের নিয়ে শিক্ষা প্রতিষ্টান ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার খছরু খান।

এরপর সিংগেরকাছ বাজার সংলগ্ন সিংগেরকাছ বাসীর বহুপ্রত্যাশিত ‘সিংগেরকাছ ডিগ্রি কলেজের’ জায়গা পরিদর্শন করেন তিনি।

সংবর্ধনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার খছরু খান। ডিগ্রি কলেজে একটি কক্ষ নির্মাণের ঘোষণা দিয়ে বক্তব্যে তিনি বলেন, এলাকাকে আলোকিত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই। এখানে ডিগ্রি কলেজ নির্মিত হলে উচ্চ শিক্ষায় আরও একধাপ এগিয়ে যাবেন বৃহত্তর সিংকাছবাসী। কাজেই এতে প্রবাসীসহ সকলের সহযোগীতা প্রয়োজন।

প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবারক আলীর সভাপতিত্বে পৃথক সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক খান, সুনামগঞ্জের বিশিষ্ট সাংবাদিক শাহজাহান চৌধুরী ও দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, যুক্তারজ্য প্রবাসী মিজানুর রেজা চৌধুরী, টিকে এন্ড এসকে ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার সুলতান খান, সিলেটের গোটািটিকর আঞ্জুমান কমপ্লেক্সে’র  প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল হক নোমানী, সাবেক মেম্বার আকবর আলী বাবু, শিক্ষানুরাগী ফখর উদ্দিন ও ব্যবসায়ী আমির আলী।

এদিকে সংবর্ধনা শেষে সিংগেরকাছের পার্শ্ববর্তি খাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন তিনি।


ডেসিস/জেকে/ ২১ নভেম্বর ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code