বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

খেলা



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৪-১১-২৮ ০৬:২৫:০০


বিশ্বনাথের লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র পর্দা উঠছে ২জানুয়ারি

প্রস্তূতি সভায় জানালেন আয়োজকরা

বক্তব্য রাখছেন শেখ আবুল বাশার

আসছে ২০০৫ সালের ২জানুয়ারি সিলেটের বিশ্বনাথের প্রবাসীদের আর্থিক সহযোগীতায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ৫ম আসরের পর্দা উঠছে স্থানীয় শ্রীধরপুর মাঠে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাশারের বিশ্বনাথ-রামপাশা রোডের বাসভবনের পাশে অনুষ্ঠিত এক প্রস্তূতি সভায় এমনটি জানালেন উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার নেতৃবৃন্দরা।

তারা জানান, টুর্নামেন্টে দর্শকদের জন্যের এবার লাখ টাকার পুরষ্কার থাকছে। আর ৫ম আসরে অংশ নেয়ার জন্য বৃহত্তর সিলেটের ৭০টি ফুটবল দল আবেদন করেন। এরমধ্যে বাছাই করে ১৬টি দল টূর্ণামেন্টে অংশ নেবে। চ্যাম্পিয়ান দলের প্রাইজ-মানি থাকছে ৩ লাখ টাকা আর রানার্স-আপ দল পাবে নগদ ২ লাখ টাকা।

উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে প্রস্তূতি সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ও শেখ তাহির আলী শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মো. আবুল বাশার।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, উপজেলা খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি লোকমান মিয়া, শ্রীধরপুর গ্রামের মুরব্বি সোলেমান খান বাবুল, বিএফসি ফুটবল একাডেমীর সভাপতি লুৎফুর রহমান জুয়েল, খোলোয়াড় কল্যাণ সংস্থার সহ-সভাপতি হেলাল আহমদ, উপজেলা ফুটবল এসাসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী।

এরআগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলোয়াড় কল্যাণ সংস্থার সহ-সভাপতি মিছবাহ উদ্দিন।


ডেসিস/জেকে/২৮ নভেম্বর ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code