বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৪-১২-০৪ ০৫:২০:১৯


বিশ্বনাথে প্রবাসী স্বপন শিকদারের পক্ষ থেকে উন্নতমানের কম্বল বিতরণ সম্পন্ন

কম্বল গ্রহণ করছেন সুবিধাবঞ্চিতরা

সিলেটের বিশ্বনাথে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী  ও কমিউনিটি নেতা স্বপন শিকদারের পক্ষ থেকে অসহায়দের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ সম্পন্ন করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার হাবড়া বাজারের সত্তিশ গ্রামের হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে ওই এলাকার ৮০জনকে এক হাজার টাকা মূল্যের ওই কম্বল বিতরণ করা হয়।

মাদ্রাসা কমিটির সভাপতি হাফিজ নুরুল আমিনের সভাপতিত্বে ও সংগঠক সাইদুর রহমানের পরিচালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, সমাজসেবক ক্বারী আংগুর মিয়া, সংগঠক ও ছড়াকার বিভাংশু গুণ বিভু।

সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও নিজ এলাকার হতদরিদ্র মানুষের ক্যলাণে কাজ করে যাচ্ছেন আটপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা স্বপন শিকদার। এর আগেও তিনি করোনা মহামারীকালে এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করেছেন। এছাড়া যেকোন দূর্যোগে, রমজান মাসে এবং প্রতি ঈদেও তিনি খাদ্যসামগ্রী বিতরণ করে থাকেন।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমির আলী।এসময় বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, সদস্য বদরুল ইসলাম মহসিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা শফিকুর রহমান, সংগঠক সাইফুল শিকদার, জুবায়ের শিকদার, ইমরান আহমদ, হাফিজ মারুফ আহমদ উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/০৪ ডিসেম্বর ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code