বিশ্বনাথে নতুন ভোটার বেড়েছেন ৪ হাজার ৪১১জন

সিলেটের বিশ্বনাথে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও নতুন ভোটরদের মধ্যে স্মাপর্টকার্ড বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ২০১৯ সালে উঠানো উপজেলার নতুন ৫০জন ভোটারকে স্মার্টকার্ড প্রদান করা হয়েছে।
আর নতুন ভোটার বেড়েছেন ৪হাজার ৪১১জন। এনিয়ে বর্তমানে উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁেিড়য়ছে ১ লাখ ৭৭ হাজার ৫৪০জনে। এর আগে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার ১২৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৩০জন বেড়ে ৯৩ হাজার ১১৫ ও নারী ভোটার ১ হাজার ৪৮১জন বেড়ে ৮৪ হাজার ৪২৫জন হয়েছেন।
দিবসটি উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও ও পৌর প্রশাসক নুসরাত জাহান। উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ারের সভাপতিত্বে ও ডাটা এন্ট্রি অপারেটর নাঈম-উর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড আসমা জাহান সরকার, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।
এসময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলী, আজিজুর রহমান ও উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জীত সরকার উপস্থিত ছিলেন।
ডেসিস/জকে/০২ মার্চ ২০২২ইং