সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৪-১১ ১১:৩৪:১৮


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে দুই বমিানের সংঘর্ষ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হ্যাঙ্গারে ঢোকানোর সময় দুই উড়োজাহাজের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের ২ উড়োজাহাজ। ফলে মেরামতের আগে আর উড়তে পারছেনা ক্ষতিগ্রস্ত এই বিমান দুটি।

বিমান দু’টির একটি সুপরিসর বোয়িং ৭৩৭ এবং অপরটি বোয়িং ৭৭৭। বিমান দু’টির শতাধিক যাত্রী সময়মতো ফ্লাইট ধরতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার (১০ এপ্রিল) এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর শুনে সোমবার (১১ এপ্রিল) দুপুরে উড়োজাহাজ দুটি পরিদর্শনে যান বসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এসময় হ্যাঙ্গারের মধ্যে দুটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিমানের মহাব্যবস্থপাক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, ওই ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান কর্মকর্তারা জানিয়েছেন, এসব যন্ত্র মেরামত বা পুনঃস্থাপন না করে উড়োজাহাজ দুটি ওড়ার জন্য প্রস্তত হতে পারবে না। এজন্য বিমানের পক্ষ থেকে বোয়িং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আর তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের পর জানা যাবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।


ডেসিস/জেকে/১১ এপ্রিল ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code