জ্বলানি তেলের দাম কমেছে, শুক্রবার থেকে কার্যকর

বিশ্ববাজারে জ্বলানি তেলের দাম কমায় বাংলাদেশেও কমানো হয়েছে জ্বলানি তেলের দাম। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করেছে সরকার।
শুক্রবার (৮মার্চ) থেকে জ্বলানি তেলের নতুন দর কার্যকর করা হবে। এজন্য বৃহস্পতিবার (৭মার্চ) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে দেখা যায়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে দাম কমেছে ৭৫ পয়সা। এ ছাড়া পেট্রলের দাম কমেছে ৩ টাকা এবং অকটেনের দাম কমেছে ৪ টাকা।
এতে জানানো হয়েছে, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমে হয়েছে ১০৮ টাকা ২৫ পয়সা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। অকটেনের দাম ১৩০ টাকা থেকে ৪ টাকা কমে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১২৬ টাকা। আর পেট্রলের দাম ১২৫ টাকা থেকে লিটারে ৩ টাকা কমে হয়েছে ১২২ টাকা।
সূত্র : সমকাল
ডেসিস/জেকে/০৭ মার্চ ২০২৪ ইং