মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৪-০৮-৩১ ০৮:৪৫:০৯


রামপাশায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ

মতবিনিময় সভায়

ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সিলেটের বিশ্বেনাথের রামপশা বাজার আউটলেট শাখায় এক গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) ওই শাখার হল রুমে এই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

রামাপশা বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজি রশিক আলির সভাপতিত্বে ও আউটলেট ইনচার্জ আবু সুফিয়ানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং সিলেট ডিবিশনের ম্যনেজার আবুল হাসনাত খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এরিয়ান ম্যনেজার কামরুল ইসলাম, মাষ্টার এজেন্ট আবুল কালাম, মো. রউফ আলী, সাংবাদিক সালেহ আহমদ সাকী, নুরুল হক, ডা. জামাল আহমদ ও নুরল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন তফুর আলী, আনা মিয়া, কলিম উল্লাহ, তোয়াবুর রহমান, হাফিজ আমিনুল ইসলাম, মাওলানা শাহিন আহমদ, আসাদুর রহমানম, শাকিল আহমদ, ওলিয়উর রহমান ও ইমরান আহমদ।


ডেসিস/জেকে/৩১ আগষ্ট ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code