বিশ্বনাথে ১৫০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ
সিলেটের বিশ্বনাথে‘লিয়া রিলিফ ট্রাস্ট’র পক্ষ থেকে প্রায় ১৫০টির বেশি অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) পৌরশহরের কারিকোনা গ্রামের আখলিছ আলীর বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, অসহায় মানুষের পাশে সব সময় প্রবাসীরা এগিয়ে আসেন। তারা সকল দুর্যোগ-দূর্বিপাকে নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানুষকে সহায়তা করে থাকেন। আশা রাখি আগামিতেও এই ধারা অব্যাহত থাকবে।
কারিকোনা গ্রামের মুরব্বী শুকুর আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকর্মী খোয়াজ আলী, মুরব্বী আখলিছ আলী, ইলিয়াছ আলী ও মাওলানা লুৎফুর রহমান প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া ও সমাজকর্মী শফিক মিয়া।
ডেসিস/জেকে/৯ সেপ্টেম্বর ২০২৪ইং