মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৯-২২ ০৭:৫৫:৪৩


বিশ্বনাথের দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় প্রবাসী গোলজার খানের অনুদান প্রদান

সংক্ষিপ্ত সভা

সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন বিশ্বনাথ পৌরশহরের রাজনগর গ্রামের বাসিন্দা, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক, যুক্তরাজ্যের ব্রিকলেইনের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, গোলজার বক্স খান। এসময় তিনি মাদ্রাসায় কম্পিউটার ল্যাবে একটি কম্পিউটার বাবদ ৪০হাজার টাকা অনুদানও প্রদান করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তিনি দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শন উপলক্ষে সংক্ষিপ্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলজার খান বলেন, বিশ্বনাথের শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে প্রবাসীরা একযোগে কাজ করে যাচ্ছেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শানুর আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মকসুদ আহমদ ও ইসলাম খান।

এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাজিম উদ্দীন সিহাব। সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক হাফিজ জাহেদুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ ক্বারী আব্দুস সালাম সুহেল, সদস্য মানিক মিয়া ও আওলাদ মিয়া।


ডেসিস/জেকে/২২ সেপ্টেম্বর ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code