শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

মৌলভীবাজার



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-০৮ ০৬:২৬:৪৮


জুড়িতে ডাকাতির সরঞ্জামসহ ৪জন গ্রেপ্তার

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ডাকাতির ঘটনায় ৪জনকে গ্রপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদেও কাছ থেকে দেশীয় বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

বুধবার (৮জুন) থানায় এক সংবাদ সম্মেলনের মধ্যমে এ তথ্য জানান মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়।

তিনি জানান, গত ৬ জুন রাতে জুড়ী উপজেলার আমতৈল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে জিয়াউর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিককে বেঁধে ডাকাতদল নগদ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরদিন ৭ জুন জিয়াউর রহমান জুড়ী থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় উপজেলার গোয়ালবাড়ী গ্রামের লালা মিয়ার ছেলে আব্দুল জলিলকে (৩০) গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে একই উপজেলার দূর্গাপুর গ্রামের রবাই মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৭), জামকান্দি গ্রামের হাজির মিয়ার ছেলে মারুফ আহমদ সানু (২১), পশ্চিম ভবানীপুরের লকুছ মিয়ার ছেলে রবি মিয়াকে (২১) গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ও ওসি তদন্ত আবুল কালাম।


ডেসিস/জকে/ ৮জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code