রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

মৌলভীবাজার



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১৩ ০৩:০২:৫৯


সিলেটে অভিযানে গিয়ে বিজিবির ৩সদস্য অবরুদ্ধ

কুলাউড়ায় অভিযানকালে অবরুদ্ধ বিজিবি সদস্যরা

মোজাম্মিল নামে এক চোরাকারবারির বাড়িতে অভিযানে গিয়ে বিজিবির ৩সদস্য লাঞ্চিত ও অবরুদ্ধ হন। পরে স্থানীয় ধানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১২ এপ্রিল) মৌলভীবাজারের কুলাউড়ার গাজীপুর এলাকায়। বিজিবি সদস্যদের যেমন লাঞ্চিতের অভিযোগ রয়েছে তেমনি বিজিবির সদস্যদের বিরুদ্ধেও চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার দুপুরে গাজীপুর এলাকার চোরাকারবারি মোজাম্মিলের বাড়িতে পণ্য উদ্ধারে অভিযানে যান বিজিবি মুড়ইছড়া ক্যাম্পের একটি দল।

দুপুর ১২টার দিকে বিজিবির সদস্যরা তার বাড়িতে গেলে মোজাম্মিল বিজিবির উপস্থি টেরে পেয়ে পালাতে গিয়ে গুরুতর আহত হন। এ ছাড়া বিজিবির সদস্যরা তার কাছে চাঁদাও দাবি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এজন্য স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বিজিবির ওই তিন সদস্যকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে কুলাউড়া কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিজিবির সদস্যরা কিছুদিন পরপর মোজাম্মিলের বাড়িতে গিয়ে অভিযানের নামে তাকে হয়রানি করেন। বুধবার দুপুরে এভাবেই তার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করলে তাকে পায়ে লাঠি দিয়ে আঘাত করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা একত্রিত হয়ে বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।

তবে, চাঁদার বিষয়টি অস্বীকার করেছেন বিজিবি কর্মকর্তারা। মুড়ইছড়া ক্যাম্পের হাবিলদার কাজী জালাল উদ্দিন জানান, মোজাম্মিলের বাড়িতে ভারতীয় অবৈধ বিড়ি রয়েছে এমন সংবাদে সেখানে অভিযান চালাতে যান তিন সদস্য।

এসময় উপস্থিতি টের পেয়ে মোজাম্মিল তার ঘরের পেছনের দরজা দিয়ে পালাতে গিয়ে একটি খালে পড়ে পায়ে ব্যথা পান। আর কানোকিছু বুঝে ওঠার আগেই স্থানীয়রা একত্রিত হয়ে তাদেরকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ বিজিবির সদস্যদের উদ্ধার করেন।


ডেসিস/জেকে/১৩ এপ্রিল ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code