বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৭-১৭ ০৭:৪৮:১৭


নেত্রকোনায় বড়ভাইয়ের হামলায় ছোটভাই নিহত

নেত্রকোনায় বড় ভাইয়ের ঘুষিতে মুক্তার মিয়া (৩৭) নামে আপন ছোট ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মুক্তার মিয়া (৩৭) খালিয়াজুরী গ্রামের কেনু মিয়ার ছেলে।

শনিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ১০টারদিকে পারিবারিক কলহের জেরে ঝগড়া বাদলে বড়ভাই মিলন মিয়া (৪২) তার ছোটভাই মুক্তার মিয়াকে (৩৭) কিল ও ঘুষি মারেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়েন মুক্তার। পরে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেখানকার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড়ভাই মিলনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ডেসিস/জকে/ ১৭ জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code