শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৯-২৮ ০৮:২২:৩২


শাবির ৭ শিক্ষার্থী বহিস্কার, যৌন হয়রানীর অভিযোগ

শাবি সলেট

যৌন হয়রানীর অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ৭ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২২৬ তম সিন্ডিকেট সভায় তাদের বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। যৌন হয়রানির পৃথক ৩টি ঘটনায় বিভিন্ন মেয়াদে তাদেরকে বহিস্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয় তারা বহিষ্কার থাকাকালীন তাদের আবাসিক হলের সিট বাতিল থাকবে এবং তাদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। কমিটির এই সিদ্ধান্ত আগামীকাল ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে কার্যকর করা হবে।

বহিষ্কৃত ৭জনের মধ্যে ২বছর করে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম (২ বছর) ও মো. জায়েদ ইকবাল তানিমকে বহিস্কার করা হয়েছে। আর একবছর করে ইমাম হোসেন ইমরান, রিফাত হোসেন ও বিশাল আলীকে বহিস্কার করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের রেজিস্টার এ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তারা জানান, অন্য আরেকটি ঘটনার অভিযোগে লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের সুমন দাসকে (১ বছর) বহিষ্কার করা হয়।

আর ভিন্ন আরেকটি অভিযোগে মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম সাকিবকেও এক বছরের বহিষ্কারাদেশ দেওয়া হয়।


ডেসিস/জেকে ২৮ সেপ্টেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code