বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

সমগ্র দেশ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৪-১১-১০ ০৬:৫১:২৪


আ’লীগের কর্মসূচীর বিরুদ্ধে শ্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

ছবি সংগৃহীত

দাউদকান্দির ইলিয়টগঞ্জে নুর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে শ্লোগান দিতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান যুবতল নেতা মফিজ উদ্দিন (৫৬)।

এরপর দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাকে মৃত ঘোষণা করেন।

রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় যুবদলের বিক্ষোভ মিছিলে এ ঘটনা ঘটে।

নিহত মফিজ উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক ও ওই ইউনিয়নের মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে জানান, ইলিয়টগঞ্জে নিজ দলের মিছিলে শ্লোগান দেওয়াকালে স্ট্রোক করে মফিজ উদ্দিন নামের এক যুবদল নেতা মারা গেছেন বলে তিনি খবর পেয়েছেন।


ডেসিস/জকে/ ১০নভেম্বর ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code