বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

ঢাকা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৮-১৭ ০৮:৫৭:১১


ইলিয়াসপূত্র আবরারকে সঙ্গে নিয়ে জাতিসংঘের কাছে নালিশ বিএনপির

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলেসহ বিএনপির একটি দল ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বেঠক করেছে। তারা মানবাধিকার বিষয়ে নানা অভিযোগ জাতিসংঘের দলটিকে জানিয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হয়।

জাতিসংঘ মানবাধিকারবিষয়ক প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মআগোভেন। তবে, বৈঠকে কী নিয়ে আলোচনা হয়, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কোনো পক্ষ।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের দল এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবে। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং ইলিয়াস আলীর ছেলে ও মানবাধিকার বিষয়ক উপকমিটির সদস্য আবরার ইলিয়াস।

২০১০ সালে ইলিয়াস আলী ঢাকার বনানী থেকে নিখোঁজ হন। বিএনপির অভিযোগ, সরকারি সংস্থা তাকে তুলে নিয়েছে।

তবে, সরকারের কোনো বাহিনী এ অভিযোগ স্বীকার করেনি। আবার এক যুগেও বিএনপি নেতাকে উদ্ধার করা যায়নি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাংবাদিকদেও জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দল ৪দিন ধরে ঢাকায় সফর করেছে। তিনি বলেন, ‘বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।


ডেসিস/জকে/ ১৭ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code