রবিবার, ০৫ মে ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

ঢাকা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-২৮ ০৫:২৫:৪২


ঢাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আহত ১৫০

ছবি সংগৃহীত

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আমিরুল নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

এঘটনায় ঢাকার বিভিন্ন স্থানে সংঘর্ষেও ঘটনায় আহত হয়েছেন আরও ৪১ পুলিশ সদস্য ও ৬ সাংবাদিকসহ ১৫০জনের বেশি। তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের ঠিকানা ও কর্মস্থলের বিস্তারিত জানা যায়িনি।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করেছেন। নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় কর্তব্যরত অবস্থায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, নিহত পুলিশ সদস্যের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে তার ইউনিফর্ম ছিঁড়ে গেছে।

ঢাকা ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে ৪১ জন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এরমধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হামলা, ভাঙচুর এবং আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। শনিবার দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে এ আগুন দেওয়া হয়। বলেও জানান তিনি।


ডেসিস/জেকে/২৮ অক্টোবর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code