রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

ঢাকা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০২-২৩ ০৬:৪০:৩৪


সুনামগঞ্জে তল্লাসীর নামে শ্লীলতাহানি, প্রতারক নাহিদ ঢাকায় গ্রেপ্তার

বহুরুপী প্রতারক ডলার নাহিদ ঢাকায় গ্রেপ্তার

কখনও পুলিশ বাহিনীর আবার কথনও গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে অভিযানের নামে টাকাসহ মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেন প্রতারক আব্দুল কুদদুছ ওরফে ডলার নাহিদ। বুধবার (২২ ফেব্রুয়ারি) ওই প্রতারককে ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান,

দীর্ঘদিন সিকিউরিটি গার্ডের চাকরির সুবাদে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সম্পর্কে জানতে পারেন ডলার নাহিদ। তিনি বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রাসনের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সখ্যতাও গড়ে তুলতেন।

এছাড়াও অনেক ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে কৌশলে প্রশাসনের সহায়তাও নিতেন তিনি।

গত ২৫ জানুয়ারি সুনামগঞ্জ সদরের নারায়নতলা গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা মো. মোকসেদ আলীর বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে তল্লাসী শ্লীলতহনি, লুটের চেষ্টাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া পরিচয়ে অভিযানের নামে অর্থ ও মূল্যবান সামগ্রী আত্মসাৎ করেন ডলার নাহিদ। ওই সময় অভিযানের নামে বেশ কয়েকটি বাড়িতে লুটপাটও চালায় এবং ততল্লাসীর নামে বেআইনীভাবে গৃহবধূর শ্লীলতহনিরও ঘটনাও ঘটায়।

ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ১৪ ফেব্সুরুয়ারি নামগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের পর সংশিøষ্ট থানার কর্মকর্তারা আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের সহায়তা চন। আর তাতে র‌্যাব মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বাড়ান।

গত ২৫ ফেব্রুয়ারি রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজেকে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে তারা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মো. মোকসেদ আলী বাড়ীসহ আশেপাশের বাড়িতে তল্লাসী এবং বাড়িতে থাকা লোকজনের শ্লীলতহনি করে নগদ অর্থ লুটে নেয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের আটকে রাখার পর আইন-শৃঙ্খলা বাহিনী সেখানে গেলে নিজেকে গোয়েন্দা শাখার উচ্চপদস্থ কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় নাহিদ।


ডেসিস/জেকে/২৩ ফেব্জরুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code