সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

সুনামগঞ্জ



ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-৩০ ০৬:৩৩:৫২


সুনামগঞ্জে দেড়কোটি টাকার তক্ষক আটক

তক্ষকের ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের তক্ষক জব্দ করেছে বিজিবি। বুধবার (৩০ নভেম্বর) উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় গ্রাম থেকে তক্ষকটি জব্দ করা হয়।

এরপর সেটি বনবিট কার্যালয়ে জমা দেওয়ার প্রস্তূতি চলছে। তবে, তক্ষকটি জব্দ করা হলেও কাউকে আটক করতে করা হয়নি।

বিজিবি সূত্রে জানাগেছে, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর অধীনস্থ লাউরগড় বিওপির সুবেদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাধাঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থানে বাংলাদেশী তক্ষক উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির পরিচালক মো. মাহবুবুর রহমান জানান, উদ্ধার করা তক্ষকটি বনবিট কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


ডেসিস/জেকে/৩০ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code