ছাতকের খাগহাটা খানবাড়িতে ‘হাজী তোতাব খান এন্ড ছুফিয়া খাতুন ফাউন্ডেশন’র উদ্বোধন
বিশ্বনাথ ছাতক সীমান্তের খাগহাটা খান-বাড়ির বাসিন্দা যুক্তারজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব ‘গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার খছরু মোহাম্মদ খান তার বাবা-মা’র নামে ‘হাজী তোতাব খান এন্ড ছুফিয়া খাতুন ফাউন্ডেশন’ নামে একটি সেবামুলক প্রতিষ্ঠন প্রতিষ্ঠা করেছেন।
সোবমবার (২৫ নভেম্বর) খাগহাটা খানবাড়িতে আনুষ্ঠানিকভাবে ওই ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে।
আর এই ফাউন্ডেশনের মাধ্যমে খাগহাটা খান-বাড়িতে তার বাবা-মা’র নামে গড়ে তুলা ‘হাজী তোতাব খান-ছুফিয়া থাতুন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’ ‘খানবাড়ি কমপ্লেক্স এন্ড মসজিদ’সহ মাানব কল্যাণে গ্রহণ করা আরও নানাবিধ প্রজেক্ট পরিচালিত হবে।
‘হাজী তোতাব খান এন্ড ছুফিয়া খাতুন ফাউন্ডেশন’র উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খছরু মোহাম্মদ খান।
বক্তব্যে তিনি বলেন, মানব কল্যাণে কাজ করার লক্ষ্যেই ‘বাবা-মা’র নামে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। যেখানে বিশ্বনাথ, ছাতক ও জগন্নাথপুর সীমান্তের অসহায় ও হতদরিদ্র মানুষেরা উপকৃত হবেন। তাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা প্রয়োজন।
গোটাটিকর আঞ্জুমান মকপ্লেক্স’র প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল হক নোমানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন হাজী তোতাব খান এন্ড ছুফিয়া খাতুন ফাউন্ডেশন’র উপদেষ্টা ছাতকের দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিংগেরকাছ পাবলিক বহুমখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিংবডির সাবেক সভাপতি আলহাজ্ব আবারক আলী, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আজমান আলী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-উর-রশীদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী আমির আলী, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালিক, যুক্তারজ্য প্রবাসী ও বিশষ্ট শিক্ষানুরাগী ইসবাহ উদ্দিন ও মিজানুর রেজা চৌধুরী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারী মাওলানা বদরুল আলম আজিজি, নাথে রাসুল পেশে করেন হাফিজ মাওলানা ওলিউর রহমান। এসময় অতিথিদের ফুল দিয়ে সম্মাননা জানান টিকে এন্ড এসকে ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার সুলতান খান,।
সভা শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দেশি-বিদেশী সকলের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
ডেসিস/জেকে/২৮ নভেম্বর ২০২৪ইং