সোমবার, ০৬ মে ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন

ইউরোপ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-২১ ১০:৪৫:০৯


ফ্রান্সে বড়লেখার যুবকের মৃত্যু, পরিবার বলছে হত্যা

ছবি সংগ্রীত

কাওছার হামিদ আলী (৩৫) নামে ফ্রান্সে মৌলভীবাজারের বড়লেখার এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে হামিদের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছে তার পরিবার।

সে বড়লেখা পৌরসভার পানিধার এলাকার আবুল হোসেনের ছেলে। গত ১৩ অক্টোবর ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে, তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

তার পরিবারের অভিযোগ, হামিদকে মারধর করে হত্যার পর ঘটনা আড়াল করতেই ঘাতকরা দুর্ঘটনায় মৃত্যু বলে ফেসবুকে অপপ্রচার করেছে। বর্তমানে তার লাশ ফ্রান্সের একটি হাসপাতালে রয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিযা চলছে বলেও জানাগেছে।

শুক্রবার (২১ অক্টোবর) এ বিষয়ে কথা হলে হামিদের বাবা আবুল হোসেন জানান, তার ছেলে কাওছার হামিদ আলী দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন। সেখানে সে উবার চালিয়ে আয়-রোজগার করতো। গত ২০ সেপ্টেম্বর ভোরে ফ্রান্স থেকে সামাদ নামে এক যুবক তাকে ফোন করে জানান, হামিদ তার কে হয়? তখন তিনি জানান, সে আমার ছেলে। তখন সামাদ বলেন, বড়লেখা ও কুলাউড়ার কয়েকজন যুবক আলীর কাছে উবারের আইডি ব্যবহারের টাকা ও ঘর ভাড়ার টাকা পান। হামিদ নাকি টাকাটা দিচ্ছেন না। তাকেও ফোনে পাওয়া যাচ্ছেনা। এই টাকাটা কীভাবে পাওয়া যায়।

তখন তিনি জানান, বিষয়টি আমার তো জানা নেই। এসময় তিনি ফোনে শুনতে পান সামাদের পাশে থাকা কারা কাকে বলছেন, ওকে মেরে ফেলো।

ফ্রান্সের জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল ওয়াহিদ জানান, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সচিব শারহাদ শাকিল তাকে নিশ্চিত করেছেন যে কাওছার হামিদ আলী দুর্ঘটনায় মারা যায়নি; তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, হত্যাকারীরা তার নিজ এলাকা বড়লেখা ও কুলাউড়ার বলে জানিয়েছেন তিনি।


ডেসিস/জেকে/২১ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code