রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

হবিগঞ্জ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৮-০২ ০৮:১২:১১


হবিগঞ্জে সংঘর্ষে লাইনম্যান নিহত

কোটা সংস্কার আন্দোলন

ছবি সংগৃহীত

হবিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (২আগষ্ট) বিকেলে সংঘর্ষের এঘটনা ঘটে।

জানাগেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টারদিকে হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় সংঘর্ষ হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের বাসার গেইট ভাঙচুর ও ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন দেওয়া হয়।

এদিকে সংঘর্ষ  চলাকালে জুতা কিনতে গিয়ে মোস্তাক আহমদ নামের ওই যুবক নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানোগেছে।

হবিগঞ্জ সদর ও আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার ঘঁনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমদ নামের ওই লাইনম্যান নিহত হয়েছেন।


ডেসিস/জেকে/০২ আগষ্ট ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code