রবিবার, ০৫ মে ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১১-০১ ০৯:১৪:৪৮


পেনশনের চেক পেলে নিহত পুলিশ সদস্য পারভেজের পরিবার

ছবি, সমকাল থেকে নেওয়া

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে দায়িত্ব পালনরত অবস্থায় নেতাকর্মীদের হামলায় নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের মৃত্যুর ৭২ ঘন্টার মধ্যে পেনশনের চেক ও আনুতোষিক সুবিধা প্রদান করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ডিএমপি সদরদপ্তরের নিজ কার্যলয়ে এই চেক প্রদান করেন।

এসময় পেনশনের চেক, ভবিষ্যৎ তহবিলের জমাকৃত অর্থ ও ল্যামগ্রান্ডের সমুদয় অর্থ গ্রহণ করেন নিহত পুলিশ সদস্য পারভেজের স্ত্রী-সন্তান।

এসময় কমিশনার তার পরিবারকে সান্তনা দিয়ে বলেন, ডিএমপি ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। আমিরুল পারভেজের পরিবারও তাদের পরিবার। যেকোন প্রয়োজনে ডিএমপি তাদের পাশে থাকবে। এ সময় আমিরুলের ছোট্র মেয়েটি তার বাবার চেয়েও বড় পুলিশ হওয়ার কথা জানান।

এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশ আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টবল আমিরুল পারভেজ। এসময় বিএনপিসহ তার মিত্ররা সমাবেশ থেকে পূর্বপরিকল্পিতভাবে নারকীয় সন্ত্রাসী হামলা করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ডেসিস/জকে/ ০১ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code