রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

রাজনীতি



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১১-২০ ০৭:২৮:২৪


আবারও ৪৮ঘন্টা অবরোধ ডেকেছে বিএনপি

দলীয় লগো

হরতালের পর আবারও টানা ৪৮ঘন্টা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বুধ (২২ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সরাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (২০ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইন সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন।

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর টানা ৪৮ ঘণ্টার হরতাল আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। এর মধ্যেই অবরোধের নতুন এই কর্মসূচির ঘোষণা দিলেন রিজভী।

এর আগে হামলা ও সংঘর্ষের মধ্য দিয়ে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সমাপ্ত করে দলটি। এরপর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়।

এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকেই গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। সর্বশেষ সন্ধ্যা পযন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে বিএনপি।

সোমবার অবরোধ কর্মসুচির ঘোষণা দিয়ে রিজভী বলেন, গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।


ডেসিস/জেকে/২০ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code